বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের কুলতলিতে

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ৪,জুলাই :: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুর গ্ৰামের বাসিন্দার যুবক জিতেন্দ্র সিং । তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার গোপালগঞ্জ অঞ্চলের সানকি জাহান এলাকায় রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতে আসেন। বেশ কয়েকদিন সেখানে কাজ করছিলেন ।

মসলা তৈরি করার জন্য জল দিতে গিয়ে পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে সুইচ এ হাত দিতে গিয়ে আর সেখানেই বিদ্যুতের তারে হাত দিতে বিদ্যুৎপৃষ্ট হন। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে সাথে সাথে নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতাল সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করায় কুলতলী থানার পুলিশ নিজেদের হেফাজতে নেন।

কিভাবে এই যুবকের মৃত্যু ঘটলো তারও তদন্ত শুরু করছেন কুলতলী থানার পুলিশ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। রুজি রোজগারের জন্য জেলার বাইরে তিনি রাজমিস্ত্রির কাজ করতে এসে এইভাবে অকালে প্রাণ যাবে কেউ ভাবতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 7 =