উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পরিবহন ব্যবস্থাকে আরও সুগম করার জন্য ডানকুনি থেকে পানাগড় পর্যন্ত ২ নং জাতীয় সড়কের দুই পাশে মোট ৯০ মিটার করে সম্প্রসারনের কাজ ফের শুরু হতে চলেছে। যার ফলে রাস্তার দুই পাশের নতুন পুরোনো মিলিয়ে কাটা পরতে চলেছে হাজার হাজর |
পরিবেশ নিয়ে সংবাদ প্রবাহ অন্তর্তদন্তের আজ প্রথম পর্ব এই কাজের জন্য পূর্ব বর্ধমান জেলায় থাকা ২৪ হাজার গাছে কাটা যাবে। ২নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গাছ কাটার কাজ শুরু হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। ডানকুনি থেকে পালসিট পর্যন্ত অংশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নামেই পরিচিত। সেখানে কাজের জন্য গাছ কাটা শুরু হল। বর্ধমান ১ ব্লকের ২৮৬৮ টি গাছ কাটার কাজ বুধবার থেকে শুরু হয়ে
জানা গিয়েছে, বর্ধমান ২ ব্লকের ২২৪৩ টি গাছ, মেমারির ৩০৯৩ টি গাছ, জামালপুর ব্লকের ৪০৬৪ টি গাছ, গলসি ১ ব্লকের ৬৪৩৪ টি গাছ, গলসি ২ ব্লকের ৪৯৭১ টি গাছ কাটা পড়বে। আউশগ্রামেও কিছু গাছ কাটা হবে বলে জানা গিয়েছে। জেলা বন দপ্তরের তত্ত্ববধানে গাছ কাটার কাজ শুরু হয়েছে।
আগামীকাল শেষ পর্ব