নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ৪,জুলাই :: আবারো পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদীয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, নদিয়ার দত্তফুলিয়া বাজার এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। নাম আলপনা দাস ও আরিফ উল্লাহ।মহিলা বাংলাদেশীর বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলাতে।অন্যদিকে পুরুষ বাংলাদেশি নাগরিকের বাড়ি খুলনা জেলাতে। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার অজু করে তোলা হয় বিচার বিভাগীয় আদালতে।
পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা গত এক বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর ভারতের হায়দ্রাবাদে চলে যায় কর্মসূত্রে। গতকাল রাতে নদিয়া জেলার দত্তপুলিয়া এলাকায় তারা গা ঢাকা দিয়েছিল, আবারও বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করলে তারা পুলিশের জালে ধরা পড়ে।
উল্লেখ্য বিষয় বিগত কয়েক মাসে নদীয়া রানাঘাট পুলিশ জেলায় অনুপ্রবেশ গ্রেফতারের সংখ্যা প্রায় ৫০০ এরও বেশি।