নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ৪,জুলাই :: হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রয়াণ দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে।
এ উপলক্ষে কলকাতায় ইনস্টিটিউট অফ হাইড রিসার্চ-এর উদ্যোগে হ্যানিম্যান এবং আর এক প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর জে. এন. কাঞ্জিলালের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ডক্টর অশোক কুমার প্রধান, ডক্টর শহিদুল ইসলাম, ডক্টর অমলেন্দু প্রধান, ডক্টর বি. পি. দাস, ডক্টর সুশান্ত সরকার (ত্রিপুরা), ডক্টর ফারহা ইলাহী প্রমুখ।
হাওড়ার উলুবেড়িয়ার কালীনগরেও এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বিনয় দাস হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
ডক্টর শহিদুল ইসলাম জানান, হ্যানিম্যান প্রবর্তিত সিঙ্গল মেডিসিন পদ্ধতি বা একক ওষুধ প্রয়োগের মাধ্যমে বহু জটিল রোগের সফল চিকিৎসা সম্ভব হচ্ছে। ডক্টর অশোক কুমার প্রধান হ্যানিম্যানের পদ্ধতিতে সিঙ্গেল মেডিসিনে চিকিৎসা করে বহু মানুষকে সারিয়ে তুলেছেন। তাই এই চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।