নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৪,জুলাই :: মালদহের মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবারবর্গ।মৃত ছত্রের নাম শ্রীকান্ত মন্ডল(১৩)অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক এলাকা জুড়ে। তেরো বছর বয়সে অষ্টম শ্রেণীর ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবার।
মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারী স্কুল নামে এই বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনার তদন্তে স্বয়ং বিদ্যালয়ে থানার আইসি সহ পুলিশ কর্তারা। সমস্ত ঘটনার খতিয়ে দেখতে এবং মৃত ছাত্রর সহপাঠী ও বিদ্যালয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলছে পুলিশ কর্তারা।