সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শুক্রবার ৪,জুলাই :: এক মহিলাকে রাসায়নিক দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে প্রতারিত ব্যক্তিরা। এই ঘটনার তদন্ত নেমে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ অবশেষে সেই ঘটনা কিনারা করলো, গ্রেপ্তার করা হলো অটো চালকসহ তিন ব্যক্তিকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে মগরাহাটের ব্যবসায়ী মহিলা অটোতে করে বাড়িতে যাচ্ছিল সেই সময় বেশ কয়েকজন সহযাত্রী হিসাবে মহিলা সঙ্গে কথা বলতে থাকে কথা বলার ছলে ওই মহিলাকে কোন রাসায়নিক দিয়ে অচৈতন্য করে মহিলার কাছে থাকা নগদ কুড়ি হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় প্রতারিত ব্যক্তিরা।
এরপর সর্বস্ব হারিয়ে ওই ব্যবসায়ী মহিলা মগরাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্ত নেমে মগরাহাট থানার পুলিশ অটো চালক সহ চারজনকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসা বাদে নিজেদের দোষ স্বীকার করে অভিযুক্তরা। উদ্ধার করা হয় নগদ কুড়ি হাজার টাকা এবং লুট করা গয়না।
এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, কয়েক মাস আগে মগরাহাট থানাতে একটি অভিযোগ দায়ের হয়। মগরাহাট এলাকার এক স্থানীয় ব্যবসায়ী মহিলা অটোতে করে বাড়িতে যাওয়ার সময় সহযাত্রী হিসাবে প্রতারিত হন ।
অভিযুক্তদের নাম সাইদুল মন্ডল, রাজা হালদার, সৌমেন দাস ও বাপ্পা ঢালী, অভিযুক্তরা কোকো পাটি হিসাবে পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তরা মূলত কোন বৃদ্ধা কিংবা বৃদ্ধ কে প্রথমে নিজেদের লক্ষ্য ঠিক করে এরপর তাদের সঙ্গে কথোপকথন এবং বিভিন্ন প্রলোভন দেখায়।
প্রলোভনের পা দিলেই কেল্লা ফতে মুহূর্তের মধ্যে প্রতারকরা প্রতারিত ব্যক্তির কাছে থাকা নগর টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে এলাকায় এই কোকো পার্টির দৌরাত্ম্য রোকার জন্য বিভিন্ন জায়গায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।