নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: শুক্রবার ৪,জুলাই :: মন্তেশ্বর এ নিজের বিধানসভা এলাকাতেই তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তাকে কালো পতাকা এবং ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি , তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
আঘাত লাগে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর এর পরই মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলে।
আদালতে যাবার পথে এক অভিযুক্ত এই ঘটনার সাথে সে যুক্ত নয় বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করে , তার দাবি ওই এলাকায় তারা ছিলেন কিন্তু এই ঘটনার সাথে কোনভাবেই তারা যুক্ত নয়।
ধৃতদের মধ্যে দু’জন কে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা হলেন মন্তেশ্বর এর কুলুটের বাসিন্দা মহিউদ্দিন বড়া, শেখ আজহারউদ্দিন, দিগনগরের বাসিন্দা সাদ্দাম মন্ডল, কুসুম গ্রামের বাসিন্দা বংশী বয়রা, মন্ডল পাড়ার বাসিন্দা সাহেব শেখ।
এই পাঁচজনকেই আজ শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।