নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৪,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের চাগ্রাম তপশিলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিষয়টি জানিয়েছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামকে। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে লিখিতভাবে জেলা পরিষদের সভাধিপতির কাছে পাঠান।
ঘটনার পরিপ্রেক্ষিতে, আজ জেলা পরিষদের সভাধিপতি তৎপরতার সঙ্গে শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোঙার এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে বিদ্যালয় পরিদর্শনে পাঠান। সঙ্গে ছিলেন অধ্যক্ষ অপার্থিব ইসলাম নিজেও।
পরিদর্শনে গিয়ে দেখা যায়, পুরো বিদ্যালয় চত্বর জলে থৈ থৈ করছে। প্রধান শিক্ষিকার কক্ষে ছাদে ফাটল দিয়ে জল ঢুকছে। মিড-ডে মিলের রান্নাঘরেও জমেছে জল। পড়ুয়াদের শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও সম্পূর্ণ অচল।
এই করুণ পরিস্থিতি দেখে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোঙার জানান, “আমরা আজ ইঞ্জিনিয়ার নিয়ে পরিদর্শনে এসেছি। অবস্থা খুবই খারাপ। খুব দ্রুত আমরা কাজ শুরু করব এবং সমস্যার সমাধান করব।”
স্থানীয় বাসিন্দাদের দাবী দীর্ঘদিন ধরে স্কুলের পরিকাঠামো উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন জেলা পরিষদের হস্তক্ষেপে কিছুটা আশার আলো দেখছেন অভিভাবক ও শিক্ষক মহল।