শমীক ভট্টাচার্য বিজেপিতে আছে বোঝা গেল কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি আর হাফ তৃণমূল। দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ কে নিয়ে সমালোচনায় সিপিএমের রাজ্য সম্পাদক মঃ সেলিম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::দুর্গাপুর :: শনিবার ৫,জুলাই :: ৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচমাথা মোড় পর্যন্ত চলে পথযাত্রা। পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

কসবার ল’কলেজ প্রসঙ্গে তৃণমূলকে এবং রাজ্য সরকারকে বিঁধে বলেন,”কোন কলেজে নির্বাচন হয় না। গুন্ডা বদমাশ, আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছে। শুধু কসবা ল কলেজ নয় রাজ্যের সর্বত্রই থ্রেট কালচার চলছে। সেই জন্যই আদালত যেসব কলেজে নির্বাচন হয়নি সেগুলোতে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে।

সব কলেজের পঠন-পাঠন এবং শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ব্যানার্জি রাজত্ব হচ্ছে বেআইনি কাজকর্ম চালানোর জন্য। ওরা তো আদালতের নির্দেশ মানে না। যদি মানত তাহলে তো এতদিন ডিএ দিয়ে দিতো।”

ধর্মঘট প্রসঙ্গে সেলিম বলেন,”শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমিকদের শোষণ করা চলবেনা। অধিকার দিতে হবে। আট ঘন্টার জন্য আমাদের লড়াই হয়েছিল কিন্তু এখন ১২ ঘন্টা বলা হচ্ছে। কৃষকদের ফসলের দাম বাড়াতে হবে। বেকার যুবক যুবতীদের কাজ দিতে হবে। এই দাবি নিয়েই আমাদের ধর্মঘট হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 18 =