সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: শনিবার ৫,জুলাই :: বঙ্গোপসাগরে আবারো ঘটলো ট্রলার ডুবির ঘটনা। প্রাণে বাঁচলো ১৩ জন মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে মাছ ধরার উদ্দেশ্যে রায়দিঘী থেকে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল“ভাই ভাই” নামক একটি ট্রলার। ট্রলারটিতে ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। একাধিক দিন ধরে মাছ ধরে ফেরার পথে, গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে। ট্রলারটির পাঠাতন (নোঙ্গরের দড়ির মতো অংশ) হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে ডুবে যায়।
তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার, “আব্বা মায়ের দোয়া”, দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। ১৩ জনের সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে “ভাই ভাই” ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো উদ্ধার করা যায়নি।