নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৬,জুলাই :: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে প্রথম পক্ষের ছেলেকে কিডন্যাপের চেষ্টার অভিযোগ সৎ মা ও মেয়ের বিরুদ্ধে, ঘটনার জেরে উত্তেজনা হাওড়ার গড়চুমুকে, গ্রেফতার সৎ মা ও মেয়ে ও হাওড়ার এক প্রোমোটার সহ ১৮ জন।
জানা গেছে গড়চুমুক এলাকার ব্যবসায়ী মদন কাঁড়ারের মৃত্যুর পর প্রথম পক্ষের স্ত্রীর এক ছেলে ও চার মেয়ের সাথে ও দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার এক মেয়ের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল,
ব্যবসায়ীর প্রথম পক্ষের স্ত্রী ছেলে প্রসেন কাঁড়ারের দাবি তার সৎ মা ও তার মেয়ে গতকাল গড়চুমুক সোনার বাংলায় আচমকাই বাইরে থেকে ১০ থেকে ১২টি গাড়ি করে ৫০ জনের বেশী লোকজন ভাড়া করে এনে হোটলে তাকে মারধর করে কিডন্যাপের চেষ্টা করে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার মেয়ে ও হাওড়ার এক প্রোমোটার।
সেই খবর পাওয়া মাত্রই গড়চুমুক ফাঁড়ির ওসি ও তার টিম হোটেলে আসা গাড়ি গুলি আটক করে গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রসেন কাঁড়ারকে।
ঘটনায় মোট ৫০ জনের ও বেশী আটক করা হয়, জিজ্ঞাসাবাদের পর ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার ব্যবসায়ীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার মেয়ে ও মেয়ে বন্ধু হাওড়ার বেলেপোল এলাকার এক প্রোমোটার।