নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: রবিবার ৬,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাঘের সর ষষ্ঠীতোলার কাছে এক যুবকের দেহ উদ্ধার হল নরেন্দ্রপুর থানা এলাকায়। আনুমানিক আজ সন্ধ্যা সাতটা নাগাদ নরেন্দ্রপুর থানার বনহুগলী দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ওএনজিসি মোড় এর কাছে ফিল্ম স্টুডিওর সামনে থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে যেটুকু জানা গেছে অন্য জায়গায় খুন করে ওখানে ফেলে যেতে পারে দুষ্কৃতীরা। মৃত যুবক এর নাম সুদীপ নাড়ু।বিষ্ণুপুর থানার পানাকুয়া অঞ্চলের বাকেশ্বর ষষ্ঠী তোলা গ্রামের বাসিন্দা। সুদীপ নাড়ু ছিলেন তৃণমূলের এক কর্মী। তবে কি কারণে কারা মারলো এখনো জানা যায়নি।
নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।