নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: রবিবার ৬,জুলাই :: শুক্রবার উল্টোরথের শোভাযাত্রায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিনহাটার বড় নাচিনা এলাকায় রথের চূড়া ভেঙে পড়ে দুলাল আর্য ও ভারতি বর্মন নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আটিয়াবাড়ি থেকে জগন্নাথ দেবের রথ যখন মাসির বাড়ি থেকে নিজ বাড়ির দিকে ফিরছিল, তখন বিকালে বড় নাচিনা সংলগ্ন এলাকায় রথের চূড়াটি তারে লেগে ভেঙে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ভেঙে পড়া চূড়ার অংশ দুলাল আর্যর মাথায় এবং ভারতি বর্মনের কপালে আঘাত লাগে ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেন। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আহত দুলাল আর্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত ভারতী বর্মনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।