নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৬,জুলাই :: ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে প্রতি বছর শারদীয়া দুর্গাপুজোর আগে কোচবিহার সুভাষ পল্লী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রক্তদান উৎসব করা হয় |
প্রতিবছর রক্তদান উপলক্ষে মানুষের মধ্যে একটি উন্মাদনা দেখা দেয়। ক্লাবের সদস্য এবং সদস্যের বাইরে প্রচুর রক্তদাতা রক্তদান করে থাকে সুভাষপল্লী স্পোটিং ক্লাব প্রাঙ্গনে নিজস্ব রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে আজ ৬ জুলাই রক্তদান উৎসব সম্পূর্ণ করে তারা।তার সাথে এলাকার কাউন্সিলর সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবে রক্তদান করেছেন | ক্লাবের ছোট থেকে বড় সকল সদস্যরা আজকে রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন । রক্তদান উৎসবে মহিলারাও নিজেদের রক্ত দান করেছে।
সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব কোচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স এসোসিয়েশন ব্লাড সেন্টারে সমস্ত রক্ত তুলে দিলেন ক্লাবের পক্ষ থেকে ৪৫ ইউনিট রক্ত তুলে দিয়েছে।