নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: সোমবার ৭, জুলাই :: বাংলাভাষী পাঠকদের কাছে পাক্ষিক সংবাদপত্র এবং সাহিত্য পত্রিকা হিসেবে সুপরিচিত প্রবাহ তিস্তা তোর্সা। জলপাইগুড়ি জেলার একমাত্র সংবাদপত্র এই প্রবাহ তিস্তা তোর্সার সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু হলো।
উল্লেখ্য বিগত ৩০ বছর ধরে পাক্ষিক সংবাদপত্র হিসেবে নিরবিচ্ছিন্নভাবে এই পত্রিকা প্রকাশিত হয়ে আসছে ধুপগুড়ি থেকে।
আজ ধুপগুড়ি শহরের ‘আরতি কুঞ্জে’ প্রবাহ তিস্তা তোর্সার সাপ্তাহিক কাগজ হিসেবে আত্মপ্রকাশ ঘটে। একইসঙ্গে প্রবাহ তিস্তা তোর্সার ৩০ বছর উপলক্ষে বাংলা ভাষার প্রখ্যাত লেখক কবি সাহিত্যিক সাংবাদিক এবং শুভানুধারীদের মতামত সম্বলিত একটি গ্রন্থ প্রকাশিত হয়।
যেখানে লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পিসি সরকার জুনিয়র, ডক্টর পবিত্র সরকার, নলিনী বেরা, সুবোধ সরকার, নাসির আহমেদ, রফিকুর রশিদের মত বিশিষ্ট ব্যক্তিত্ব ।
এই অনুষ্ঠান থেকে সংবর্ধনা জানানো হয় বঙ্গরত্ন, ইতিহাসবিদ, লেখক গবেষক এবং এ বছরের বিদ্যাসাগর সম্মান প্রাপ্ত ডক্টর আনন্দ গোপাল ঘোষ কে। সাপ্তাহিক প্রবাহ তিস্তা তোর্সা সংবাদপত্রের মোড়ক উন্মোচন করেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় এবং পদ্মশ্রী করিমুল হক।
প্রবাহ তিস্তা তোর্সা ত্রিশে-গ্রন্থটির আবরণ উন্মোচন করেন ডক্টর আনন্দ গোপাল ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতা বৈদ্য সরকার, বিশিষ্ট লেখক বিক্রম অধিকারী, প্রবাহ তিস্তা তোর্সার অ্যাসোসিয়েট এডিটর মনোজ সাহা সহ বহু গুণীজন।