নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালদহ/মেখলিগঞ্জ :: সোমবার ৭, জুলাই :: সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জামালদহ শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃনমূল কংগ্রেসের ৯ জন প্রার্থী। রবিবার বিজয়ী প্রার্থীদের হাতে শংসা পত্র তুলে দেন কো-অপেরাটিভ ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার।
এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে জামালদহ বাজারে বিজয় মিছিল করে তৃনমূল কংগ্রেস। এদিন সবুজ আবিরে অকাল হোলিতে মেতে ওঠে তৃনমুল কংগ্রেসের কর্মি সমর্থকরা। বিজয় মিছিলে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা।
বিজয়ী প্রার্থীরা হলেন রঘু রায় পাখাধরা, শ্যামল রায় কার্জি, কান্ত রায় বীর, রাজকুমার বর্মন, বিজন কৃষ্ণ গোপ, গীতা রায়, অতুল বর্মন, বাবলু বর্মন, সম্পা ঘোষ।