৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ড কে পরাজিত করে বার্মিংহামে ইতিহাস রচনা ভারতের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৭, জুলাই :: প্রথম টেস্টে পরাজয়, বার্মিংহামের ইতিহাস অনুকূল নয়! এরকম পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে আন্ডার ডগ হয়ে খেলতে নেমে বাজিমাত টিম ইন্ডিয়ার। যার অনেকখানি কৃতিত্ব রয়েছে ভারতের অধিনায়ক শুভমান গিলের উপর।

সামনে থেকে সুযোগ্য নেতৃত্ব দেওয়া, প্রথম ইনিংসে দুর্দান্ত ডবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি। বার্মিংহাম টেস্ট ম্যাচের লাইম লাইটে সব সময় ছিলেন। লাইমলাইটে থাকার পাশাপাশি সুযোগ্য নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়ে দিলেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং ভেঙ্গে ছিলেন সিরাজ, দ্বিতীয় ইনিংসে সেই কাজ করলেন আকাশদীপ। ৬০৮ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম থেকেই চাপে ছিল ইংল্যান্ডের ব্যাটারা। চতুর্থ দিনে ইংল্যান্ডের ৩ উইকেটের পতন হয়ে যায়।

নিজেদের ব্যাটিং নিয়ে দম্ভে থাকা ইংরেজদের অহংকার ভাঙলো। এদিন স্মিথ বাদে আর কোন ইংরেজ ব্যাটসম্যান সেইভাবে সুবিধা করতে পারেননি। ২৭১ রানের অলআউট হয়ে যায় তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের বিশাল ব্যবধানের জয় ছিনিয়ে নিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =