নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৭, জুলাই :: বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই এর প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল।
মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতে ভোটে ধ্বস নেমে ছিল। আবার লোকসভা ভোটেও হেভিওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জি সব থেকে কম ভোট পেয়ে ছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই। এমনকি জেলা পরিষদের লড়াইতে হারতে হয়ে ছিল মন্ত্রীর ভাই কেও। আর সব কিছুর পিছনেই ছিল দলের মধ্যে থাকা তাজমুল হোসেনের বিরুদ্ধ গোষ্ঠী।
যাদের অভিযোগ ছিল মন্ত্রী এবং তার ভাই এলাকায় বিভিন্ন ব্যাপারে দুর্নীতি করছে। আর এর জন্যই হরিশ্চন্দ্রপুর বিধানসভায় শাসকদলের থেকে মুখ ফিরিয়েছে সাধারণ মানুষ। আর এরপর থেকেই বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মন্ত্রীর কপালে বাড়ছে চিন্তার ভাঁজ।
আর আজ ২১ শে জুলাই প্রস্তুতি সভায় সব শেষে বক্তব্য রাখতে উঠে টেনশনে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমুল। দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এল।
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে।
অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি, হাতাহাতি। এই নিয়ে শোরগোল মালদায়। বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কোন্দল। এখন টিকিট পাওয়া নিয়ে ওদের গোষ্ঠী কোন্দল চলবে।