সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৭, জুলাই :: এদিন সোমবার সকালে সেবক আউট পোস্টের কাছাকাছি, ১০ নম্বর জাতীয় সড়কের সেবকের বাঘপুলের কাছে একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে। গাড়িটি কালিম্পং- থেকে শিলিগুড়ি যাচ্ছিল ।
ধসের জন্য গাড়ির সামনের অংশের ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা নিত্যযাত্রীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন, সেই কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্র মারফত জানা গেছে ধসের কারণে গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সেবক ফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং ধস সরিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।