বিদেশের মাটিতে জয় ছিনিয়ে নেওয়া, ভারতীয় ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিং ধোনির অবদান অপার অসীম।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ৭, জুলাই :: ভারতীয় ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের আঙিনায় প্রতিষ্ঠিত করা, বিদেশের মাটিতে জয় ছিনিয়ে নেওয়া, ভারতীয় ক্রিকেটের আঙিনায় মহেন্দ্র সিং ধোনির অবদান অপার অসীম।

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও কিন্তু আজও তিনি ক্রিকেটের লাইম লাইটে অবস্থান করেন। শান্ত স্বভাবের ক্যাপ্টেন কুল বলে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। যেকোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে দলকে পরিচালনা করে ম্যাচ জেতানো ক্যাপ্টেন কুলের পক্ষে সম্ভব।তবে মহেন্দ্র সিং ধোনি কিন্তু একদিনে তৈরি হননি ! এর পেছনে রয়েছে প্রচুর পরিশ্রম, অধ্যাবসায়, সংযম, পরাজয় না মানা মানসিকতা। ভারতীয় ক্রিকেটের এক অভূতপূর্ব অধ্যায় হলেন মহেন্দ্র সিং ধোনি।

একজন সরকারি চাকরিজীবী (রেলে) থেকে বিখ্যাত ক্রিকেটার হওয়ার রাস্তায় অনেক পরিশ্রম করতে হয়েছে তাঁকে। এই মহান ক্রিকেটারের জীবন কাহিনী নিয়ে বলিউডে ছবি হয়েছে। তিনি শুধু ভারত বিখ্যাত নন, গোটা ক্রিকেট বিশ্বে অন্যতম পরিচিত ক্রিকেটার।

হেলিকপ্টার শটের উন্মোচক ধোনি, ক্রিকেট মানচিত্রে সেরা ফিনিশার। হাতের নাগালের বাইরে চলে যাওয়া বহু ম্যাচ একার হাতেই জিতিয়েছেন। ব্যাটিং করার পাশাপাশি তাঁর দস্তানা যুগল ছিল এক কথায় অসাধারণ! উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের অনুপ্রেরণা দেওয়া, ফিল্ডারদের সচেতন করা , বিদ্যুতের গতিতে স্টাম্পিং, বাজ পাখির মত ছোঁ মেরে ক্যাচ লুফে নেওয়া এক কথায় অসাধারণ।

শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। আগামী দিনগুলো আপনার ভালো কাটুক।

একগুচ্ছ রেকর্ডের অধিকারী ধোনি ! তবে পরিসংখ্যান রেকর্ড দিয়ে ধোনির মতো ক্রিকেট ব্যক্তিত্বকে বিচার করা যায় না। ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ক্ষেত্রেও এক আইকনিক ক্রিকেটার , ক্রিকেটের পথপ্রদর্শক, জেন্টালম্যান, এক অভূতপূর্ব অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 12 =