নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করণদিঘি :: মঙ্গলবার ৮,জুলাই :: এক যুবকের রহস্যমৃত্যুতে আলোড়ন ছড়িয়েছে এলাকাতে।পুকুর থেকে যুবকটির দেহ উদ্ধার করা হয়।সোমবার উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পিছলা কদমতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,কদমতলা গ্রামের বাসিন্দা রামু সিংহ শ্রমিক হিসাবে কাজ করত।মাঝেমাঝে পুকুর থেকে মাছ ধরত।৩৮ বছরের যুবকটির পাঁচ সন্তান ও স্ত্রী রয়েছে।বাঘা সিংহের পুত্র রামু সিংহের মৃতদেহ তার বাড়ী থেকে সামান্য দুরে একটি পুকুর থেকে উদ্ধার করে করনদীঘি থানার পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে,রবিবার রাত থেকে যৃবকটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।পরিবারের লোকেরা খোঁজ শুরু করেন।সোমবার বাড়ীর পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়।কিভাবে যুবকটির মৃত্যু হল তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
রামু সিংহ মদ্যপায়ী ছিলেন বলে জানা গেছে। করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে।