নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৮,জুলাই :: আট দফা দাবিকে সামনে রেখে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলো তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার শ্রমিক সংগঠন।
মূলত বেতন বৃদ্ধি, এবং পৌরসভায় এজেন্সির মাধ্যমে নিযুক্ত শ্রমিক ব্যবস্থাকে বাতিল করার দাবি নিয়ে এদিন ডেপুটেশন কর্মসূচি পালন করেন সংগঠনের প্রতিনিধিরা।
সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভায় কর্মরত থাকলেও প্রাপ্য মজুরি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু শ্রমিক। সেই সাথে পৌর এলাকায় পৌরসভার বহু কর্মীরা কাজ করলেও তারা পৌরসভা থেকে কোনরকম বেতন পান না, তারা এজেন্সি মারফত সেই বেতন পান।
তাই অবিলম্বে সেই এজেন্সি বাতিল করতে হবে বলে তাদের দাবি। এদিন তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।