নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ৮,জুলাই :: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার হরিণ খাওয়ার যোনাকু ও কৌশল্যার (দম্পতির )অসহায় চিত্র জানতে পেরেই শহর ধুপগুড়ি থেকে একেবারে প্রত্যন্ত গ্রাম্য বাড়িতে পৌঁছে গেলেন সাহায্যের ঝুড়ি নিয়ে রাজ্য যুব ও শ্রমিক নেতা,বিধান সভার কোর কমিটির মুখপাত্র সাগ্নিক দাস ওরফে ইভান দাস।
তবে তার দাবি দলীয় পরিচিতি দিয়ে নয় রাজনৈতিক ব্যানারে নয়, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক হিসেবে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আর্থিক সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হাঁটাচলার ষ্টিক তুলে দিয়ে আগামীতে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, প্রতিবন্ধী সার্টিফিকেট সহ আবাস যোজনায় ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি এই দাপুটে তৃণমূল নেতার।
নর্থ ইস্ট অঙ্গীকার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘ কয়েক বছর ধরে অরাজনৈতিকভাবে মানুষের সেবায় কাজ করেছে বলে দাবি। ধুপগুড়ি টাউন ব্লকের প্রাক্তন সভাপতি তথা শ্রমিক নেতার পরিবারটির পাশে দাঁড়ানো দেখে পরিবার প্রতিবেশী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব সাধুবাদ জানিয়েছেন।
পাশাপাশি স্থানীয় প্রধান পঞ্চায়েত জনপ্রতিনিধির উপস্থিতি ও ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।