২১শে জুলাই ধর্মতলা সমাবেশ সফল করার ডাক দিয়ে এই পদযাত্রা হয় এদিন সোমবার বেলা চারটে নাগাদ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৮,জুলাই :: জলপাইগুড়ি শহরে পদযাত্রার ডাক দিয়েছিলো জেলা যুব তৃণমূল কংগ্রেস । ২১শে জুলাই ধর্মতলা সমাবেশ সফল করার ডাক দিয়ে এই পদযাত্রা হয় এদিন সোমবার বেলা চারটে নাগাদ পদযাত্রা শুরু হয়।

জেলার ১৬টি ব্লক থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা যোগদান করেন। যার নেতৃত্বে ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ, অনগ্রসরশ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে শুরু হয়ে দিনবাজার, বেগুনটারী, কদমতলা, থানা মোড় হয়ে ফের সমাজপাড়ায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =