নিয়ামতপুর থেকে ডিসেগড় পর্যন্ত বেহাল সড়কপথ, খবর সংগ্রহ করার সময় ২ জন দুর্ঘটনার কবলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: মঙ্গলবার ৮,জুলাই :: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর নিউ রোড ইস্কো বাইপাস থেকে সোজা দামোদর নদীর ডিসেরগড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তার অবস্থায় বেহাল দীর্ঘ দেড় বছর থেকে।

পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্ত সাথে কাদায় ভর্তি তার উপর বর্ষা কাল। এরফলে চরম অসুবিধায় পড়েছে পথচারি থেকে আরম্ভ করে বাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা । আজ দুপরে নিয়ামতপুরে টোহরম এলাকায় খবর সংগ্রহ করার সময় বড় গর্তের মধ্যে পড়ে একটি টোটো।

টোটোতে থাকা একজন মহিলা যাত্রী সে অল্পের জন্য রক্ষা পায় গর্তে পড়ে যেতে। তারপর আরেকটি বাইক অল্পের জন্য রক্ষা পায় গর্তে পড়ে যেতে। স্থানীয় একজন দোকানদার জানান প্রত্যেকদিন প্রায় ২০টি দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =