নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৮,জুলাই :: মহরম উপলক্ষে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের নার্স কোয়াটার মোড় এলাকায়। অভিযোগ, চাঁদা বাবদ ৫০০ টাকার বিল দেওয়া হয়েছিল দোকানদারদের।
কিন্তু সেই টাকা সাধ্যের বাইরে বলে জানালে শুরু হয় হুমকি এবং অপ্রীতিকর পরিস্থিতি। ঘটনার বিস্তারিত ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়|ব্যবসায়ী শোভনা সাঁই জানান, “আমি চাঁদার পরিমাণ বেশি বলেই আপত্তি জানাই। তখনই আমার সামনে চাঁদার বিল ছিঁড়ে ফেলা হয় এবং হুমকি দেওয়া হয়—‘দেখে নেব’। আমি একজন অবিবাহিতা মহিলা, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছি”।
একই অভিযোগ তুলেছেন ফাস্টফুড ব্যবসায়ী সায়ন্তন চ্যাটার্জি। তিনি জানান, “রবিবার রাতে আমার দোকানের সাইনবোর্ড ভাঙচুর করা হয়”। সোমবার সকালে দোকান খুলতেই দু’জন ব্যবসায়ী দেখেন, তাঁদের দোকানের সাইনবোর্ড ভাঙা।
আতঙ্ক ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ব্যবসায়ীরা বিষয়টি জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে এবং প্রশাসনের কাছেও সহযোগিতা চেয়েছেন। ঘটনা নিয়ে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।