নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ৮,জুলাই :: নিবেদিতা সেতুর টোল প্লাজায় বাস দুর্ঘটনা। দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কোলকাতার দিকে যাচ্ছিলো।আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে বাসটি।
কয়েকজন যাত্রী বাসের মধ্যে ছিটকে পড়ে। কমপক্ষে দশজন যাত্রী জখম হয়। আহত সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ।