নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৮,জুলাই :: আসানসোল চুরুলিয়া নজরুল আকাদেমির মিউজিয়াম থেকে কবির সমস্ত জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলে যাওয়ার প্রতিবাদ জানিয়ে চুরুলিয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এই সাংবাদিক সম্মেলনে কবির ভ্রাতুষ্পুত্র কাজী আলি রেজা জানান কবির ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে তার মধ্যে এক গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাকি জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষ বাধা দেয়।
কাজী আলি রেজা জানান কবি তীর্থ চুরুলিয়া মানুষের কাছে একটি আবেগ এখানে বহু মানুষ আসেন সারা বছর ধরে তারা এসব জিনিসপত্র কবির মিউজিয়াম ঘুরে দেখেন, কিন্তু সেই সব জিনিস এখান থেকে নিয়ে চলে গেলে চুরুলিয়ার ঐতিহ্য কমে যাবে। তাই কোন ভাবেই এখান থেকে কোন জিনিস নিয়ে যেতে দেওয়া হবে না।