নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৮,জুলাই :: একুশে জুলাই এর সমর্থনে দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডে দুর্গাপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এ শুরু হল কর্মসূচি। একুশে জুলাই এর সমর্থনে দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে
রাজ্যের সমবায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সমর্থনে মিছিল ও দেওয়াল লিখন হয় । মন্ত্রী নিজের হাতে দেওয়াল লিখলেন একুশে জুলাইয়ের সমর্থনে। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।