নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৯,জুলাই :: মহিলা পরিচালিত একমাত্র ডাকঘর পরিদর্শন করলেন ইংলিশ বাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে মালদা শহরে রথবাড়ি এলাকায় মহিলা পরিচালিত এই ডাকঘর পরিদর্শন করেন বিজেপি বিধায়ক।
পরিদর্শনের পর বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, অনেকেই জানেন না মালদা শহরের রথবাড়ি এলাকায় জেলায় একমাত্র মহিলা পরিচালিত এই ডাকঘর রয়েছে। মালদা শহরের প্রাণকেন্দ্র এই রথবাড়িতে প্রতিদিন হাজার হাজার মহিলারা আসেন। সে ক্ষেত্রে আমার মনে হয় এই ডাকঘরে আরো কিছু পরিকাঠামো বাড়ানো দরকার।
যাতে করে মহিলারা আরো বেশি সুষ্ঠু পরিষেবা পান এখান থেকে। আমি বিধায়ক হিসাবে প্রতিশ্রুতি দিয়েছি পানীয় জল,শৌচালয় সহ অন্যান্য পরিকাঠামো এখানে গড়ে তোলার জন্য।