আসামের এনআরসি নোটিশে দিশেহারা দিনহাটা 2 নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিয়ালের কুটি র উত্তম কুমার ব্রজবাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৯,জুলাই :: ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত জানুয়ারি মাসে আসাম থেকে উত্তম কুমার ব্রজবাসীকে একটি নোটিশ পাঠানো হয় যেখানে বলা হয় জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে নথি জমা না দিলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে।

আর এই নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন ৫০ বছর যাবত যিনি ভারতে বসবাস করছে তাকে কি করে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠায়।

তিনি বলেছেন আসামের বিজেপি সরকার এই রাজ্যের রাজবংশী সম্প্রদায়ের উপর অনৈতিক অত্যাচার চালাচ্ছেন

তিনি এও বলেন এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বিজেপির। তবে তিনি জানান তিনি উত্তম কুমার ব্রজবাসীর পরিবারের পাশে আছেন। আজ আসাম সরকারের এনআরসি নোটিশের প্রতিবাদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে চৌধুরীহাটে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =