নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বুধবার ৯,জুলাই :: সকাল থেকেই ধর্মঘটকারীররা পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় দফায় দফায় ট্রেন অবরোধ ও রাস্তা অবরোধ করে।অবরোধকারীদের হটিয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথারীতি হিমশিম খেতে হয়। ৯ই জুলাই ধর্মঘটের সমর্থনের পথ,ট্রেন অবরোধ করছে বাম সমর্থকরা।
সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করা হয়। হলদিয়া বন্দর রেল স্টেশনে ,ট্রেন অবরোধ করে বাম সমর্থকরা।রেল পুলিশের সাথে বচসায় বাম সমর্থকরা।ধর্মঘটীদের সরিয়ে দেয় পুলিস। হলদিয়ায় বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘটী বাম সমর্থকরা ।