নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৯,জুলাই :: বামপন্থী সংগঠনের ডাকা ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘট আজ ৯ তারিখ ডাকা হয় তবে হাওড়া শহরের চিত্রটা আর অন্যদিন কর্মব্যস্ত কাজের মতনই দেখা গেল ।
একদিকে যেমন হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ হাওড়া লঞ্চঘাট সর্বত্রই স্কুল কলেজ অফিস যাত্রীদের ভিড়। বিভিন্ন জায়গায় বামপন্থী সংগঠনের কর্মীরা, জোর করে বন্ধ সফল করবার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের মধ্যে স্বাভাবিক ছন্দেই ছিল হাওড়া শহর ।
কার্যত বন্ধকে সফল করতে দেয়নি প্রশাসন বা সাধারণ মানুষ সব মিলিয়েই আজকে বন্ধ অসফল বলেই মনে করছে সাধারণ মানুষ | অন্যদিকে হাওড়া ডোমজুড়ে বামফ্রন্ট কর্মীদের পুলিশ মারতে থাকার ছবিও ধরা পড়ে। আমাদের ক্যামেরায়। ডোমজুড়ে উত্তেজনা ছড়িয়েছে বলে পুলিশ র্যাফ নামিয়ে দেয় জানা গেছে।