নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১০,জুলাই :: মালদার চাচলে এলআইসি অফিস খোলা কে কেন্দ্র করে সিপিএমের ট্রেড ইউনিয়ন এবং তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মধ্যে বচসা ।
এলআইসি অফিস খুলতে বাধা ব্রাঞ্চ ম্যানেজার এলআইসির গেট খুলতেই তুমুল বাগ বিতন্ডা পুলিশের সাথে ধস্তাধস্তি, পরিস্থিতি সামাল দিতে সিপিএম কর্মীদের চ্যাং-দোলা করে গাড়িতে তুলল মালদার চাচল থানার পুলিশ, ব্যাপক উত্তেজনা মালদার চাচলে।