সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: বৃহস্পতিবার ১০,জুলাই :: চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মন্ডলবস্তি এলাকায় রাতের অন্ধকারে চা বাগানের চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে মন্ডলবস্তি এলাকার বাসিন্দা আসিরুল ইসলাম নামে এক ব্যক্তির প্রায় চার কাঠা জমিতে চা বাগান লাগিয়ে ছিলেন। অভিযোগ রাতের অন্ধকারে তার চা বাগানে প্রায় ২৫০ টি চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠলো কিছু দুষ্কৃতির বিরুদ্ধে।
বুধবার সকালে বিষয়টি জানতে পেরে চা বাগানে ছুটে আসেন। তার অভিযোগ এর আগেও তার বাগানে দুষ্কৃতীরা চা গাছ নষ্ট করেছে। শুধু তাই নয় মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে বলে ও অভিযোগ। বিষয়টি নিয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে চা বাগান মালিক জানিয়েছেন।