নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: বৃহস্পতিবার ১০,জুলাই :: পানিহাটি পৌরসভার অন্তর্গত জয়প্রকাশ কলোনী এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এলাকার কিছু মদ্যপ যুবকদের সঙ্গে বচসা বাধে এলাকার বাসিন্দা জয়মঙ্গল প্রসাদ রায়ের।।সেই সময় খবর পেয়ে ভাই শুকলাল প্রসাদ রায় দাদাকে বাচাতে ঘটনাস্থলে যায়। দাদাকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে মদ্যপ যুবকেরা মাটিতে ফেলে লোহার রোড ও বাঁশ দিয়ে মারধর করে ভাই শুকলাল কে।।মারধোরের ঘটনায় আক্রান্ত যুবকের দাঁতের চোয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি বুকের পাঁজরের হাড়ও ভেঙ্গে যায় বলে অভিযোগ।
তারপর অসুস্থ অনুভব করায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। মারধোরের ঘটনায় অভিযুক্ত অংকন দাস,অভিজিৎ দাস ও পাপাই দাসের নামে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্তর পরিবারের পক্ষ থেকে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এলাকায়। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খরদহ থানার পুলিশ।