নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিহাটি :: বৃহস্পতিবার ১০,জুলাই :: পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগরে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করত স্ত্রী প্রিয়াংকা নাথ।।দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে চলছিল অশান্তি।।
গতকাল থেকে প্রিয়াঙ্কা দের বাড়ির লোকজন তাকে ফোন করে যখন না পায়।।তখন তাদের সন্দেহ হয়।। আজ সকালে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে।।পরিবারের লোক দেখতে পায় প্রিয়াঙ্কা নাথের দুটি হাতের শিরা কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে ঘরে।।
তারপর ঘোলা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।।ঘটনার পর থেকে ছেলেকে নিয়ে পলাতক স্বামী সুকান্ত নাথ।।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ