নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১১,জুলাই :: আদি শক্তির মন্দিরে তালা ভাঙলো। সোনা দানা খুলে নিল আর প্রণামী বাক্সের টাকা পয়সা বের করে বাক্স ফেলে পালালো দুষ্কৃতীরা। সোনাদানা এবং নগদ নিয়ে লক্ষাধিক টাকা চুরি গেছে বলে অভিযোগ। সকালে পুজো করতে এসে হতবাক পুরোহিত।
এই ঘটনা জানাজানি হতেই চরম শোরগোল দুর্গাপুরের ধুনড়া প্লট এলাকায়। পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ,”এই কালী মন্দিরে প্রতিদিন ভক্তদের আনাগোনা হয়। পুজোপাঠ চলে। মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করা হয়।
অন্যান্য দিনের মতো সকালে পুরোহিত এসেছিলেন পুজো করার জন্য। এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। আমাদের বিষয়টি জানান। আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখি মায়ের সোনা, রুপোর অলংকার নেই। কোথাও প্রণামী বাক্স।
কিছুটা দূরে ঝোপের ঘরে দেখি প্রণামী বাক্স পড়ে। বাক্স তুলে দেখি টাকা পয়সা উধাও। আমরা পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা চাই সাত দিনের মধ্যে দুষ্কৃতীদের ধরা হোক। ফিরিয়ে দেওয়া হোক মায়ের অলংকার আর নগদ টাকা।”