টোটো ও বাইকের সংঘর্ষে আহত দুই । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শুক্রবার ১১,জুলাই :: টোটো ও বাইকের সংঘর্ষে আহত দুই । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর এলাকায়। জানা যায় মেমারি থানার অন্তর্গত খাঁরো এলাকার একটি টোটো মসাগ্রাম স্টেশনে যাত্রী নামিয়ে মাঠের রাস্তা ধরে বাইপাস দিয়ে আসছিলসেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক সজরে ধাক্কা মারে টোটো টিকে তারপরেই উল্টে যায়। ঘটনায় আহত হন দুই বাইক আরোহী তাদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায়।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আছেন আঝাপুর পুলিশ ফাঁড়ির কর্মরত আধিকারিকেরা সঙ্গে ছুটে আসেন আঝাপুর ৭ ট্রাফিক গার্ডের কর্মরত আধিকারিকরা।

পরে এনএইচের অ্যাম্বুলেন্স এসে তাদের উদ্ধার করে বর্ধমানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান বাইক আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন। একজন বাইকার রোহিত এর আঘাত গুরুতর।

পুলিশ বাইক ও টোটো টিকে আটক করে আজাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে থাকার কারণেই এমন দুর্ঘটনা বলছেন প্রত্যক্ষদর্শীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seven =