নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::আসানসোল :: শুক্রবার ১১,জুলাই :: আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়ায় অবস্থিত “মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড” কারখানায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যা শ্রমিকদের নিরাপত্তার অভাব এবং শিল্প কারখানার অব্যবস্থাপনার এক করুণ চিত্র তুলে ধরেছে।
এই দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
মৃত শ্রমিকের নাম সঞ্জয় মণ্ডল।সূত্রের খবর অনুযায়ী, কারখানার দু’নম্বর শেড, বৃষ্টির মধ্যে হঠাৎ করে ভেঙে পড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশ।
এরই মধ্যে ঘটনাস্থলে বিজেপি ও তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী ও নেতারা উপস্থিত হয়। শ্রমিক মৃত্যুতে বিক্ষোভ দেখায় বিজেপি।
এবিষয়ে বিজেপির নেতা বলেন তৃণমূল কংগ্রেস ও কারখানা কতৃপক্ষের যৌথ চেষ্টা ছিল ঘটনাটি ধামাচাপা দেওয়ার।তৃণমূল কংগ্রেস ও কারখানা কতৃপক্ষের সেই উদ্যোগ কে বিফল করেছে বিজেপি।
এবিষয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা মনোজ তেওয়ারী বলেন, ঘটনায় এক শ্রমিক যিনি বিহারের বাসিন্দা, সে মারা গেছে।পরিবারের সদস্যদের নিয়ে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হবে।এবং আমার চাই তারা যেনো ক্ষতিপূরণ পায় ।