বুকে দাবির পোস্টার আর মাথায় ছাতা নিয়ে রাজপথে নেমে এলেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১১,জুলাই :: বৃষ্টি উপেক্ষা করেই হাতে প্ল্যাকার্ড, বুকে দাবির পোস্টার আর মাথায় ছাতা নিয়ে রাজপথে নেমে এলেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল মিছিল বিক্ষোভ সমাবেশ,ও পথ অবরোধ,যার আয়োজন করে ফোরাম অফ প্লেডিং জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।

বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্জন গেটে পৌঁছে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট এলাকা।

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—স্কুলে বৈধ ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে অবৈধ ভাবে নিযুক্ত দাগি শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে, এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইকে দায়িত্ব দিতে হবে।

ফোরামের সভাপতি ইসরাউল হক মণ্ডল জানান, “রাজ্য সরকার আমাদের চাকরি কেড়ে নিয়েছে। সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। রাজ্যের ব্যর্থতায় শিক্ষক-শিক্ষিকাদের সম্মানহানির প্রতিকার চাই। দাবি না মানা হলে আন্দোলন চলবে”।

আন্দোলনে প্রায় চার হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের বুকে থাকা পোস্টার ও প্ল্যাকার্ডে ফুটে উঠেছিল একাধিক জ্বলন্ত বার্তা—
“অসত্যের খাঁচাতে যোগ্যদের বন্দি! অযোগ্যদের বাঁচাতে সততার সন্ধি ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =