নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১১,জুলাই :: চলতি মাসের ১৮ তারিখ দুর্গাপুরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল স্টেডিয়াম এবং নেহেরু স্টেডিয়াম খতিয়ে দেখতে এলেন
ইস্পাত কারখানার আধিকারিকরা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্ব।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুমন্ত মন্ডল যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা মাঠ ঘুরে দেখলেন।
বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”আমাদের একটি বড় কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দের দুই দল পরিদর্শন করে গেছেন। আমরা আশাবাদী সেই কর্মসূচি হবে। সেইজন্যই গোটা মাঠ পরিদর্শন হলো।”