নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১১,জুলাই :: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবা পরিদর্শনে এসে বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি হাসপাতাল দেখে “পুলকিত” বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনের পর তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে স্বাস্থ্য বিভাগের হাসপাতাল পরিষেবার পরিসংখ্যানের নিরিখে দশে দশ দিয়েছেন।
পরিদর্শনকালে নির্মল মাজি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে কথা বলেন হাসপাতালে পৌঁছেই তিনি জরুরি বিভাগে রোগীর পরিবারের সাথে হাত লাগিয়ে রোগীকে চিকিৎসকের কাছে পৌঁছে দিতে সহায়তা করেন, যা উপস্থিত সকলের নজর কাড়ে। তিনি হাসপাতালের দৈনিক রোগীর সংখ্যা ও রোগের ধরন সম্পর্কে খোঁজ নেন।
এরপর তিনি সরাসরি হাসপাতালের রান্নাঘরে যান, যেখানে প্রতিদিন ৩০০-৪০০ রোগীর খাবার রান্না হয়। সেখানে তিনি রান্না করা খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করেন। পরে তিনি মা ক্যান্টিনে যান এবং সেখানে খেতে আসা রোগীর পরিবারের পাশে বসে তাদের সাথে খাবারের মান নিয়ে কথা বলেন।
হাসপাতালের সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাফি সহ অন্যান্য পরিষেবা ঠিকঠাক চলছে কিনা, সে বিষয়েও তিনি খোঁজ নেন। সবশেষে তিনি প্রসূতি বিভাগে যান এবং সেখানে রোগী ও নার্সদের সাথে কথা বলেন।
হাসপাতালের সমস্ত দিক পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাজি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবার উচ্চ প্রশংসা করেন। তার এই মন্তব্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্মীদের জন্য একটি বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।