নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১১,জুলাই :: দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের আলিপুরদুয়ার শাখার প্রথম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ গুরু পূর্ণিমা দিনে সারাদিনব্যাপী পূজা হোম বস্ত্র ও প্রসাদ বিতরণ ও ধর্ম সভার আয়োজন করা হয়েছে সর্বধর্ম সমন্বয় ও বিশ্ব ভাতৃত্বের উপর |উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, আলিপুরদুয়ারের বিধায়ক ও পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল, ডঃ নির্মল মাঝি ,ব্রহ্মচারী মুরাল ভাই ও বিশিষ্ট সমাজসেবী পাপ্পু কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ |
ব্রহ্মচারী মুরাল ভাই বলেন অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দির আজ ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে তার শাখা প্রশাখা তৈরি হয়েছে |আগামী দিনে ধর্মীয় ও সমাজসেবক মূলক কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।