নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শুক্রবার ১১,জুলাই :: বিজেপির পক্ষ থেকে ফালাকাটার থানা ঘেরাও কর্মসূচি l দীপক বর্মনের নেতৃত্বে তৃণমূলের নেতা কর্মীরা ফালাকাটা থানা ঘেরাও করে কুঞ্জনগরের ২ পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবী জানায়।
এদিন বিজেপির নেতা কর্মীরা ফালাকাটা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন, উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ জেলা ও মন্ডল নেতৃত্ব l