নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শনিবার ১২,জুলাই :: খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার ঘোষণা ইসলামপুর মহকুমা আদালতের। উল্লেখ্য গত ২০২০ সালের জুলাই মাসের ৬ তারিখে চোপড়া থানার গোয়াবাড়ি এমএসকে স্কুল মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তাফা কামাল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী।ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হুসেন ও। এই ঘটনায় মুল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। প্রায় পাঁচ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিব কে।
শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতে ফাস্টট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার আহমেদ। অন্যদিকে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কামালের পরিবার।