সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১২,জুলাই :: ২১শে জুলাই উত্তর কন্যা অভিযানে প্রশাসনের অনুমতির না মেলায় এবার আদালতের দ্বারস্থ বিজেপি। আজ শিলিগুড়ির দার্জিলিং জেলা বিজেপি কার্যালয়ে একুশে জুলাই উত্তরকন্যা অভিযান নিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সাংবাদিক বৈঠক করলেন।
তিনি জানান পুলিশ অনুমতি না দিলেও আমরা থেমে থাকবো না । ইতিমধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উত্তরকন্যা অভিযানের অনুমতি চাওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে।
বিজেপি যুব মোর্চার আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। মূলত এই কারণেই উত্তর কন্যা অভিযানের অনুমতি মেলেনি।