নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১২,জুলাই :: উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের কোচবিহার জোনের পক্ষ থেকে সংবর্ধিত হলেন উচ্চমাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থানাধিকারী প্রিয়াঙ্কা বর্মন।
মাথাভাঙ্গার নগর ডাকালিগঞ্জ হাইস্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে সপ্তম স্থান অর্জন করে রাজ্যজুড়ে কৃতিত্বের স্বীকৃতি পান। কৃষিজীবী পরিবারের প্রিয়াঙ্কার স্বপ্ন ইংরেজি সাহিত্য নিয়ে এ বি এন সিল কলেজে পড়াশোনা করা।
উল্লেখ্য, উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফালাকাটার নারায়ন দত্ত সদ্য প্রয়াত হয়েছেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবং তারই স্মরণে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয় উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের কোচবিহার জোনের উদ্যোগে। প্রিয়াঙ্কার হাতে সংবর্ধনা তুলে দেন পরিষদের কোচবিহার জোনের সহ-সম্পাদক ও বাচিক শিল্পী হিরন্ময় দাস।