সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::গঙ্গাসাগর :: নিম্নচাপ অমাবস্যার কোটালের জেরে নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা। এলাকায় নোনাজল নষ্ট হয়েছে কয়েক শো বিঘা ধানের জমি। গতকাল রাতে অমাবস্যা কোটালের জোয়ারের জেরে হুগলি নদীতে জলস্ফীতি দেখা যায়। হুগলি নদীতে জলোচ্ছ্বাসের ফলে সাগরের মনসামারি গ্রামের নদী বাঁধ ভেঙ্গে হুগলি নদীর নোনা জল গ্রামে ঢুকে পড়েছে। নোনা জলের কারণে নষ্ট হয়েছে কয়েক শো বিঘা চাষের জমি।
স্থানীয় কৃষক অশ্বিনী কুমার দাস বলেন, নিম্নচাপের আগাম সর্তকতা তড়িঘড়ি জমি ধান কাটা শুরু করেছিলাম কিন্তু অসময়ে বৃষ্টি আসায় বহু ধান মাটিতে পড়েছিল। গতকাল রাতে অমাবস্যার কোটাল এর জেরে নদী বাঁধে ফাটল দেখা দেয়। হঠাৎ রাত্রে হুগলি নদীর জল নদী বাঁধ ভেঙে প্রবেশ করে গ্রামে। আর এই নোনা জলে প্লাবিত হয় চাষের জমি। কার্যত বৃষ্টির নোনা জলের জেরে চাষিদের মাথায় হাত।