সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১২,জুলাই :: ফুলকপির বস্তার আড়ালে মদ পাচারের চেষ্টা বানচাল করে দিল আবগারি দপ্তর। আবেগারী দপ্তরের তৎপরতায় ফাঁস হয়ে গেল মদের বিশাল চালান। গোপন সূত্রে পাওয়া তথ্যের মাধ্যমে অভিযান চালানো হয় চম্পাসারির প্রধাননগর এলাকায়।
অভিযান চালিয়ে সেখান থেকে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় অন্ততপক্ষে ১৮০০ বোতল মদ। যার বাজার মূল্য আনুমানিক ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা।ধৃত ব্যক্তির নাম রোশন কুমার (২৩)। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার সকালে আবগারি দপ্তরের কাছে খবর পৌঁছায় সূত্র মারফত,একটি পিকআপ ভ্যানে ফুলকপির আড়ালে পাচার করা হচ্ছে মদ। খবর পাওয়ার পর দ্রুত সার্কিট গেস্ট হাউসের সামনে বিহার নম্বরের একটি সন্দেহজনক গাড়িকে আটক করে আধিকারিকেরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসংগতি ধরা পড়ে। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ফুলকপির বস্তার নিচে লুকোনো রয়েছে ১৫০টি কার্টুন, যার প্রতিটিতেই ঠাসা মদের বোতল। এরপর দ্রুত ওই চালককে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় রোশন কুমারকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।